খুলনায় বৃক্ষমেলার উদ্বোধন

খুলনায় মাসব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু হয়েছে।
আজ রোববার সকালে নগরীর জিয়া হল প্রাঙ্গণে খুলনার বিভাগীয় কমিশনার মো. আবদুস সামাদ মেলার উদ্বোধন করেন। জেলা প্রশাসনের সহযোগিতায় সুন্দরবন পশ্চিম বন বিভাগ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই কর্মসূচির আয়োজন করে।
এ উপলক্ষে সকাল ১০টায় নগরীর পাওয়ার হাউস মোড় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জিয়া হল প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রায় বিভিন্ন স্কুল-কলেজের ছাত্রছাত্রীসহ পরিবেশবাদীকর্মীরা অংশ নেন। শোভাযাত্রা শেষে বিভাগীয় কমিশনার মো. আবদুস সামাদ বেলুন উড়িয়ে ও ফিতা কেটে বৃক্ষরোপণ ও বৃক্ষমেলার উদ্বোধন করেন।
পরে জিয়া হল প্রাঙ্গণে জেলা প্রশাসক নাজমুল আহসানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন খুলনার বিভাগীয় কমিশনার মো. আবদুস সামাদ, বন সংরক্ষক জহির উদ্দিন আহমেদ, পরিবেশ অধিদপ্তরের বিভাগীয় পরিচালক ড. মল্লিক আনোয়ার হোসেন প্রমুখ।