চট্টগ্রামে ৭৫ হাজারের বেশি নিবন্ধিত সিম জব্দ

চট্টগ্রামের রেয়াজ উদ্দিন বাজারের একটি মার্কেট থেকে মুঠোফোনের বিপুল নিবন্ধিত সিম জব্দ করেছে গোয়েন্দা পুলিশ। আজ রোববার বিকেলে রিয়াজউদ্দিন বাজারের সিডিএ মার্কেটের চারটি দোকানে অভিযান চালিয়ে এসব সিম জব্দ করা হয়।
চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার দেবদাস ভট্টাচার্য জানান, গোপন সংবাদের ভিত্তিতে চারটি দোকানে অভিযান চালানো হয়। এ সময় সিমসহ সাতজনকে আটক করা হয়েছে।
দেবদাস ভট্টাচার্য আরো জানান, অভিযানের পর সিডিএ মার্কেটের এম টেলিকম, মোস্তাফা টেলিকমসহ চারটি দোকান বন্ধ করে দেওয়া হয়েছে। উদ্ধার করা সিমগুলো সচল ও নিবন্ধিত বলেও জানান তিনি।
প্রাথমিকভাবে জানানো হয়েছে উদ্ধার করা সিমের সংখ্যা ৭৫ হাজার। তবে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন পুলিশ সদস্য জানিয়েছেন, সিমের সংখ্যা এক লাখেরও বেশি। সিম গণনা করা শেষ হলে সাংবাদিকদের আনুষ্ঠানিক তথ্য জানানো হবে বলেও জানান তাঁরা।