তারেককে রাজনীতি থেকে সরাতে চায় সরকার

খুলনা মহানগর বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, সরকারের রাজনৈতিক প্রতিহিংসার কারণে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের কারাদণ্ড হয়েছে। এই সরকার বিএনপি ও তারেক রহমানকে রাজনীতি ও নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখতে চায়।
কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গতকাল রোববার বিকেলে খুলনা মহানগর যুবদল আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মঞ্জু এ মন্তব্য করেন।
বিএনপির এই নেতা বলেন, দেশের জনগণ জিয়া পরিবারের পাশেই রয়েছে। সব চক্রান্ত ও ষড়যন্ত্রের জাল ছিন্ন করে দেশ থেকে একদলীয় ফ্যাসিবাদী দুঃশাসনের অবসান ঘটানো হবে। গণতান্ত্রিক শাসনব্যবস্থা ফিরে আসবে।
নগরীর কে ডি ঘোষ রোডে দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত এ বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন যুবদলের মহানগর কমিটির সভাপতি শফিকুল আলম তুহিন।
সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) মেয়র মনিরুজ্জামান মনি, যুবদলের সাবেক কেন্দ্রীয় নেতা ও মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ফখরুল আলম, শের আলম সান্টু, একরামুল কবির মিল্টন প্রমুখ।
সমাবেশ শুরুর আগে নগরীর বিভিন্ন থানা ও ওয়ার্ড থেকে যুবদল কর্মীরা খণ্ড খণ্ড মিছিল বের করেন। মিছিল থেকে তাঁরা সমাবেশে যোগ দেন।
গত ২১ জুলাই, বৃহস্পতিবার অর্থপাচার মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে সাত বছরের কারাদণ্ডাদেশ দেন হাইকোর্ট। একই সঙ্গে তাঁকে ২০ কোটি টাকা জরিমানা করা হয়।
বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ এ রায় ঘোষণা করেন।
আদালত তারেক রহমানের বন্ধু গিয়াসউদ্দিন আল মামুনকে নিম্ন আদালতের দেওয়া সাত বছরের কারাদণ্ড বহাল রাখেন। তবে তাঁর জরিমানা ৪০ কোটির পরিবর্তে ২০ কোটি টাকা করা হয়।