খুলনা সিটির ৪৬৭ কোটি টাকার বাজেট ঘোষণা

খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) ২০১৬-১৭ অর্থবছরে জন্য ৪৬৭ কোটি ৮৪ লাখ ৬৬ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।
কেসিসির ভারপ্রাপ্ত মেয়র মো. আনিছুর রহমান বিশ্বাস আজ সোমবার দুপুরে নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ বাজেট ঘোষণা করেন।
প্রস্তাবিত বাজেটে রাজস্ব ব্যয় ধরা হয়েছে ১৩০ কোটি ১০ লাখ ৬৬ হাজার টাকা এবং উন্নয়ন খাতে (সরকারি অনুদান ও বৈদেশিক সাহায্যপুষ্ট) ব্যয় ধরা হয়েছে ৩৩৭ কোটি ৭৪ লাখ টাকা।
একইসঙ্গে ভারপ্রাপ্ত মেয়র ২০১৫-১৬ অর্থবছরের ৩০২ কোটি ৭৮ লাখ সাত হাজার টাকার সংশোধিত বাজেট ঘোষণা করেন যা প্রস্তাবিত বাজেটের শতকরা ৭১ ভাগ।
অর্থ ও সংস্থাপন স্থায়ী কমিটির সভাপতি কাউন্সিলর শেখ মো. গাউসুল আজমের সভাপতিত্বে বাজেট ঘোষণা অনুষ্ঠানে খুলনা পৌরসভার সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট মো. এনায়েত আলী, খুলনা মিউনিসিপ্যাল করপোরেশনের সাবেক প্রশাসক সিরাজুল ইসলাম, খুলনা সিটি করপোরেশনের সাবেক মেয়র কাজী আমিনুল হক, কেসিসির প্যানেল মেয়র শেখ হাফিজুর রহমান হাফিজ ও রুমা খাতুনসহ কাউন্সিলর, সংরক্ষিত আসনের কাউন্সিলর, নগরীর বিশিষ্ট ব্যক্তি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
ভারপ্রাপ্ত মেয়র ২০১৬-২০১৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের বৈশিষ্ট্য বর্ণনা করে বলেন, এ বাজেটে নতুন কোনো করারোপের প্রস্তাব করা হয়নি। বকেয়া পৌরকর আদায়, নবনির্মিত স্থাপনার ওপর হালনাগাদ কর ধার্য এবং নিজস্ব আয়ের উৎস সম্প্রসারণ করা হবে। এটি একটি উন্নয়নমুখী বাজেট উল্লেখ করে তিনি বলেন, এ অর্থবছরে ব্যাপক ভৌত-অবকাঠামো, ড্রেনেজ ব্যবস্থা ও সড়ক উন্নয়নের কাজ বাস্তবায়ন করা হবে। অনগ্রসর জনগোষ্ঠীর আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন, পার্ক, উপাসনালয় এবং কেসিসির রাজস্ব আয়ের খাতসমূহ আধুনিক প্রযুক্তির আওতায় আনাসহ পরিবেশ উন্নয়ন ও নিরাপত্তার ওপর গুরুত্বারোপ করা হচ্ছে।
ভারপ্রাপ্ত মেয়র বলেন ২০১৬-১৭ অর্থ বছরে জাতীয় এডিপিতে ৫০ কোটি টাকার একটি অনুমোদিত প্রকল্প রয়েছে। বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে থোক বরাদ্দ রাখা হয়েছে ৪০ কোটি ১৪ লাখ টাকা।
বাজেট অনুষ্ঠানের শেষ পর্বে প্রস্তাবিত বাজেটের উল্লেখযোগ্য বিষয়গুলো পাওয়ার পয়েন্টের মাধ্যমে উপস্থাপন করা হয় এবং খুলনা সিটি করপোরেশনের ইতিহাস ঐতিহ্যের ওপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।