ভারপ্রাপ্ত মেয়র একজন ‘মহামানব’, দাবি প্রধান নির্বাহী কর্মকর্তার

খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) ভারপ্রাপ্ত মেয়র আনিসুর রহমান বিশ্বাসকে 'মহামানব' আখ্যা দিয়ে বক্তব্য রেখেছেন করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা গোকুল কৃষ্ণ ঘোষ। সোমবার দুপুরে কেসিসির বাজেট অধিবেশনে তিনি এই ভারপ্রাপ্ত মেয়রকে প্রতিমন্ত্রীর মর্যাদা দেওয়ারও দাবি জানান।
সরকারের যুগ্ম সচিব পদ মর্যাদার একজন কর্মকর্তা মুখে এই বক্তব্য শুনে উপস্থিত নাগরিক ও গণমাধ্যমকর্মীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।
সোমবার কেসিসি ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে ২০১৬-২০১৭ বাজেট ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত সাবেক মেয়র, নগরীর গণ্যমান্য ব্যক্তিসহ গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।
এই সময় কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা গোকুল কৃষ্ণ ঘোষ বক্তব্য দিতে গিয়ে ভারপ্রাপ্ত মেয়র আনিসুর রহমানের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, এমন মেয়র তিনি কোনোদিন দেখেননি- যিনি সব সময়ই খুলনার উন্নয়ন নিয়ে চিন্তাভাবনা করেন।
বক্তব্যের একপর্যায়ে গোকুল কৃষ্ণ ভারপ্রাপ্ত মেয়রকে মহামানব বলে আখ্যা দেন। তিনি সরকারের কাছে ভারপ্রাপ্ত মেয়রকে প্রতিমন্ত্রীর মর্যাদা দেওয়ার দাবি করেন।
প্রধান নির্বাহীর কর্মকর্তার এই বক্তব্যের পর উপস্থিত লোকজনের মধ্যে বিরক্তভাব লক্ষ্য করা যায়। অনেকে ঘটনায় হাসাহাসি করতে থাকেন।
ভারপ্রাপ্ত মেয়রের বাজেট ঘোষণার পর সাংবাদিকরা বক্তব্য দেন। এ সময় ইউএনবির খুলনা প্রতিনিধি শেখ দিদারুল আলম প্রধান নির্বাহী কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করে বলেন, 'ভারপ্রাপ্ত মেয়রকে আমি গোকুল চন্দ্র ঘোষের মতো মহামানব বলতে পারব না।' তিনি ভারপ্রাপ্ত মেয়রকে উদীয়মান তরুণ নেতা বলে আখ্যা দেন।
খুলনা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার পদটি সরকারের প্রশাসন ক্যাডারের যুগ্ম সচিব পদমর্যদার একজন কর্মকর্তাই দায়িত্ব পালন করেন। আর ভারপ্রাপ্ত মেয়র আনিসুর রহমান বিশ্বাস মূলত কেসিসির ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। পরে ১ নম্বর প্যানেল মেয়র হিসেবে নির্বাচিত হন।
কেসিসির নির্বাচিত মেয়র মনিরুজ্জামান মনি মামলায় চার্জশিটভুক্ত হলে স্থানীয় সরকার মন্ত্রণালয় তাঁকে বরখাস্ত করলে আনিসুর রহমান বিশ্বাস ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব লাভ করেন।