গাজীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, ২৫ যাত্রী আহত

গাজীপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ২৫ জন আহত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে জেলার নবীনগর-চন্দ্রা মহাসড়কের চক্রবর্তী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতদের উদ্ধার করে শেখ ফজিলাতুন্নেছা মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চক্রবর্তী পুলিশ ফাঁড়ির ইনচার্জ হারুন অর রশিদ জানান, আজ সকাল ১০টার দিকে চক্রবর্তী এলাকার শেখ ফজিলাতুন্নেছা মেমোরিয়াল হাসপাতালসংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে নবীনগর থেকে ছেড়ে আসা গাজীপুরগামী পলাশ পরিবহনের একটি বাস চক্রবর্তী এলাকায় পৌঁছানোর পর অন্য একটি বাসকে ওভারটেকিংয়ের চেষ্টা করে। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে প্রায় ২৫ ফুট নিচু একটি পানিভর্তি খালে পড়ে যায়। এ সময় বাসে থাকা অন্তত ২৫ যাত্রী আহত হয়।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে পার্শ্ববর্তী শেখ ফজিলাতুন্নেছা মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করে।
এদিকে কালিয়াকৈর সফিপুর এলাকায় বাসচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়। প্রতিবাদে বিক্ষুব্ধ এলাকাবাসী বাসটিতে আগুন ধরিয়ে দেয় এবং কয়েকটি গাড়ি ভাঙচুর করে। এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক আধা ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। এ সময় চন্দ্রা থেকে কোনাবাড়ী পর্যন্ত দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।