গাজীপুরে পৃথক দুর্ঘটনায় নিহত ২

গাজীপুরে পৃথক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছে। কালিয়াকৈরের মৌচাক নিশ্চিন্তপুর (দোকানপাড়) এলাকায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক ওষুধ বিক্রেতা নিহত হয়েছেন। আর উপজেলার মাটিকাটা এলাকায় রাজশাহী-ঢাকা রেল সড়কে ট্রেনের নিচে কাটাপড়ে এক যুবক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা দুটি ঘটে।
বাসের ধাক্কায় নিহত ব্যক্তির নাম জানা গেছে। তাঁর নাম সালেক মিয়া (৪০)। তিনি নিশ্চিন্তপুর এলাকার সদর আলীর ছেলে। ট্রেনের নিচে কাটা পড়া যুবকের নাম-পরিচয় জানা যায়নি।
সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু দাউদ মিয়া জানান, আজ সকালে কালিয়াকৈরের মৌচাক নিশ্চিন্তপুর (দোকানপাড়) এলাকায় মোটরসাইকেলে করে সালেক মিয়া ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে টাঙ্গাইলগামী জনতা সুপার পরিবহনের যাত্রীবাহী একটি বাস ওই মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী স্থানীয় ওষুধ বিক্রেতা সালেক মিয়া ঘটনাস্থলেই নিহত হন। এ সময় এলাকাবাসী উত্তেজিত হয়ে ঘাতক বাসে অগ্নিসংযোগ করে এবং ৯ থেকে ১০টি যানবাহন ভাঙচুর করে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় যানবাহন উভয়দিকে আটকা পড়ে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
এদিকে উপজেলার মাটিকাটা এলাকায় রাজশাহী-ঢাকা রেল সড়কে ট্রেনের নিচে কাটাপড়া অজ্ঞাত যুবকের লাশ তাঁর স্বজনরা ঘটনাস্থল থেকে নিয়ে গেছে বলে রেলকর্মী ফজলুল হক জানিয়েছেন।