শিমুলিয়া-কাওরাকান্দিতে স্বাভাবিক হয়নি ফেরি চলাচল

পদ্মায় তীব্র স্রোতের কারণে স্বাভাবিক হয়নি মুন্সীগঞ্জের শিমুলিয়া থেকে মাদারীপুরের কাওরাকান্দি পর্যন্ত নৌপথে ফেরি চলাচল। আজ বুধবার পর্যন্ত এই নৌপথে বেশ কিছু ফেরি চলাচল বন্ধ ছিল।
ওই ফেরিগুলো হচ্ছে ডোম্প, কে-টাইপ ও রো রো ফেরি।
গত রোববার সন্ধ্যা থেকে ফেরি চলাচল ব্যাহত হয়। তবে যান পারাপার স্বাভাবিক রাখার জন্য আজ বুধবার সকাল থেকে ৯টি ফেরি চলাচল করছে।
ফেরি চলাচল ব্যাহত হওয়ার বিষয়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) ব্যবস্থাপক গিয়াসউদ্দিন পাটোয়ারী জানান, গতকাল মঙ্গলবার রাতে পদ্মা নদীতে তীব্র স্রোত থাকায় সারা রাত প্রায় সব ফেরি বন্ধ ছিল। আজ সকালে বেশ কয়েকটি ফেরি ঘাট থেকে ছেড়ে গেছে। তবে অপর প্রান্তে পৌঁছাবে কি না, বলা যাচ্ছে না।
বিআইডব্লিউটিসির এ কর্মকর্তা বলেন, ‘আগে ফেরি পারাপার হতে দুই ঘণ্টা সময় নিত। এখন স্রোতের কারণে তিন থেকে সাড়ে তিন ঘণ্টা সময় নিচ্ছে। আর গাড়ির চাপ রয়েছে। ফেরি চলাচল স্বাভাবিক না হলে যানবাহন তো অপেক্ষা করতে হবেই।’
গিয়াসউদ্দিন পাটোয়ারী বলেন, ‘আমাদের ফেরিগুলো বেশ পুরোনো, ইঞ্জিনের শক্তি কম। স্রোতের সঙ্গে পাল্লা দিয়ে কুলিয়ে উঠতে পারে না। আর স্রোতের গতিপ্রবাহ ৯ নটিক্যালের ওপরে। এ জন্য ফেরি পারাপারে সময় বেশি নিচ্ছে।’