তারেক রহমানের সাজা
মেহেরপুরে পুলিশি বাধায় বিএনপির বিক্ষোভ মিছিল পণ্ড

মেহেরপুরে পুলিশি বাধায় জেলা বিএনপির বিক্ষোভ মিছিল পণ্ড হয়ে গেছে। ছবি : এনটিভি
অর্থ পাচার মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সাজার প্রতিবাদে মেহেরপুরে জেলা বিএনপির বিক্ষোভ মিছিল পুলিশি বাধায় পণ্ড হয়ে গেছে।
আজ বুধবার সকাল ১০টার দিকে জেলা বিএনপির কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হওয়ার কথা ছিল। কিন্তু এর অনেক আগে থেকেই মেহেরপুর সদর থানার ওসি (তদন্ত) মেহেদী হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল কার্যালয়ের সামনে অবস্থান নেয়। বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুণের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের করতে চাইলে পুলিশ তাঁদের মিছিল করতে বাধা দেয়। বাধা পেয়ে তাঁরা দলীয় কার্যালয়ের ভেতরেই সংক্ষিপ্ত প্রতিবাদ সভা শুরু করেন।
সভায় বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক এমপি মাসুদ অরুণ, জেলা বিএনপির সহসভাপতি আবদুর রহমান, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, বিএনপি ইলিয়াস হোসেন।