গাজীপুরে ভেজাল পশুখাদ্যের দুটি কারখানা বন্ধ

গাজীপুরে দুটি পশুখাদ্য তৈরি কারখানায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে পৌনে দুই লাখ টাকা জরিমানা আদায় এবং প্রায় ৩৩ হাজার কেজি ভেজাল পশুখাদ্য ধ্বংস করা হয়েছে।
আজ বুধবার গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফ উদ্দিন এ অভিযান পরিচালনা করেন। কারখানা দুটি বন্ধ করে দিয়েছেন আদালত।
গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. জহিরুল ইসলাম জানান, সদর উপজেলার মেম্বারবাড়ি এলাকায় আশা অ্যাগ্রো লিমিটেড নামক একটি কারখানায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন। এ সময় ওই কারখানায় মেয়াদ উত্তীর্ণ পশুখাদ্য রাখার দায়ে এক লাখ টাকা জরিমানা আদায় এবং ৩৩ টন ভেজাল পশুখাদ্য ধ্বংস করে দেওয়া হয়। পরে পাশের নলজানি গ্রামে বাংলাদেশ কৃষি ফিড লিমিটেড নামক অপর একটি পশুখাদ্য তৈরি কারখানায় অভিযান পরিচালনা করা হয়। ওই কারখানায় পশুখাদ্য উৎপাদনে প্রাণিসম্পদ অধিদপ্তরের অনুমোদন না থাকা এবং খাদ্যের মাননিয়ন্ত্রণ ল্যাবরেটরি না থাকায় ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানকালে ওই দুটি কারখানার উৎপাদন বন্ধ করে দেওয়া হয়েছে।