মেহেরপুরে মাটি খুঁড়ে ছয় হাতবোমা উদ্ধার

মেহেরপুর সদর উপজেলার সীমান্তবর্তী বাড়িবাঁকা গ্রাম থেকে মাটি খুঁড়ে ছয়টি হাতবোমা উদ্ধার করেছে পুলিশের গোয়েন্দা (ডিবি) শাখার সদস্যরা।
গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার বিকেল ৬টার দিকে বাড়িবাঁকা গ্রামের ডাক্তারপাড়া এলাকায় মালয়েশিয়াপ্রবাসী সাইদুর রহমানের বাড়ির পাশ থেকে বোমাগুলো উদ্ধার করা হয়।
আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত বোমাগুলো নিষ্ক্রিয় করা হয়নি।
মেহেরপুর জেলা ডিবির উপপরিদর্শক (এসআই) শেখ আশরাফ আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাটির নিচ থেকে শক্তিশালী তাজা ছয়টি হাতবোমা উদ্ধার করা হয়। বোমাগুলো লাল ও কালো স্কচটেপ দিয়ে মোড়ানো ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা এলাকায় নাশকতা ঘটানোর জন্য বোমাগুলো এনে ওই স্থানে পুঁতে রেখেছে।
শেখ আশরাফ আলী বলেন, ‘বোমাগুলো খুবই বড় আকৃতির এবং শক্তিশালী। তাই সাধারণভাবে বোমাগুলো নিষ্ক্রিয় করা সম্ভব হয়নি। আজ এসপি স্যার এলে বোমা নিষ্ক্রিয়কারী দল এসে বোমাগুলো নিষ্ক্রিয় করবে। আপাতত খোলা জায়গায় পানিভর্তি বালতিতে সেগুলো রাখা হয়েছে।’
এ বিষয়ে সদর থানায় একটি মামলা হয়েছে বলেও জানান এসআই।