জামায়াত সখ্যতার কারণে বিএনপির সঙ্গে ঐক্য নয় : ইনু

আজ বৃহস্পতিবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে ‘মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চ’ আয়োজিত জঙ্গিবাদবিরোধী আলোচনা সভায় বক্তব্য দেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। ছবি : এনটিভি
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, জঙ্গি ও জামায়াতের সঙ্গে সখ্যতার কারণে জাতীয় ঐক্যের খাতা থেকে থেকে বিএনপির নাম কাটা গেছে। জাতীয় ঐক্যের তালিকায় তাঁর নাম উঠেনি। আর উঠবেও না।
আজ বৃহস্পতিবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে ‘মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চ’ আয়োজিত জঙ্গিবাদবিরোধী এক আলোচনা সভায় তথ্যমন্ত্রী এসব কথা বলেন।
মুক্তিযুদ্ধের পক্ষের সব শক্তি মিলে শেখ হাসিনার নেতৃত্বে এরই মধ্যে জাতীয় ঐক্য গঠিত হয়েছে উল্লেখ করে তথ্যমন্ত্রী আরো বলেন, বিএনপি নেতারা জঙ্গি দমনে বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে বর্তমান পরিস্থিতিকে ঘোলাটে করছেন।
সভায় আরো বক্তব্য দেন মঞ্চের সভাপতি ও নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু প্রমুখ।