চট্টগ্রামে ছুরিকাঘাতে যুবক খুন

চট্টগ্রামের খুলশী গরীব উল্লাহ শাহ্ আবাসিক এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে বেলাল হোসেন নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে ডেবার পাড় এলাকায় এ ঘটনা ঘটে।
খুলশি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন জানান, বিকেল সাড়ে ৩টার দিকে বেলাল ও ফারুক নামের দুই ব্যক্তি কথা বলার সময় মোটরসাইকেলযোগে তিনজন দুর্বৃত্ত তাদের ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থলে মারা যান বেলাল। শরীরের বিভিন্ন অংশ ছুরিকাঘাতে তার ব্যাপক রক্ত ক্ষরণ হয়েছে। আহত ফারুককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, বেলাল একটি বেসরকারি প্রতিষ্ঠানের গাড়িচালক ছিলেন। তাঁর মৃতদেহ হাসপাতালে মর্গে রাখা হয়েছে। কী কারণে এ খুনের ঘটনা ঘটেছে তা তদন্ত করছে পুলিশ।