কাঁঠালের ভেতর মিলল গাঁজা ফেনসিডিল

মেহেরপুরের গাংনীতে ফেনসিডিল ও গাঁজাসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুর ১২টার দিকে উপজেলার ভবানীপুর-নাটনাপাড়া ব্রিজসংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া দুজন হলেন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মহিষকুণ্ডি গ্রামের ফারুক হোসেন (২০) ও চঞ্চল হোসেন (১৮)।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, সীমান্ত থেকে ফেনসিডিল ও গাঁজা নিয়ে দুজন মাদক ব্যবসায়ী বামুন্দীর দিকে আসার খবরে পীরতলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ সহকারী উপপরিদর্শক (এএসআই) সাহাবুদ্দীন ফোর্স নিয়ে নাটনাপাড়া ব্রিজের পাশে অবস্থান নেন। এ সময় ফারুক ও চঞ্চল শ্যালো ইঞ্জিনচালিত আলগামনে আসছিল। পুলিশ তাদের তল্লাশি শুরু করে। একসময় তাদের কাছে কিছু পাওয়া না গেলেও ব্যাগের মধ্যে থাকা দুটি কাঁঠাল দেখতে পেয়ে সন্দেহ হয়। পরে কাঁঠাল দুটি পরীক্ষা করে তার মধ্য থেকে বিশেষ কৌশলে রাখা ২০ বোতল ফেনসিডিল ও দেড় কেজি গাঁজা উদ্ধার করা হয়।
ওসি আরো জানান, আটক দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে মেহেরপুর জেলহাজতে পাঠানো হয়েছে।