মোংলা বন্দরে একই পদে দুই কর্মকর্তা নিয়োগ

মোংলা বন্দর কর্তৃপক্ষের একই পদে দুই কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয়েছে। কর্তৃপক্ষের সদস্য প্রকৌশল ও উন্নয়ন পদে এ নিয়োগ দেওয়া হয়।
বন্দর কর্তৃপক্ষের সূত্রে জানা গেছে, বন্দরের প্রধান প্রকৌশলী (নৌ) মো. আলতাফ হোসেন খানকে নিয়োগ দেয় নৌপরিবহন মন্ত্রণালয়। তাঁর নিয়োগের আড়াই মাস পর প্রশাসন ক্যাডার বিকাশ চন্দ্র সিকদারকে একই পদে নিয়োগ দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়।
সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীন মোংলা বন্দর কর্তৃপক্ষ সরকারের নিয়োগ করা একজন চেয়ারম্যান ও তিনজন সদস্য নিয়ে সার্বিক কার্যক্রম পরিচালিত হয়ে থাকে। এর মধ্যে সদস্য (হারবার ও মেরিন), সদস্য (প্রকৌশল ও উন্নয়ন) এবং সদস্য (অর্থ)—এ তিনটি পদ রয়েছে। প্রথম দুটি পদ সম্পূর্ণরূপে কারিগরি এবং তৃতীয়টি অ্যাকাউন্টস বা সাধারণ। নিয়ম অনুয়ায়ী সদস্য (হারবার ও মেরিন), সদস্য (প্রকৌশল ও উন্নয়ন) পদে নিয়োগ দেওয়ার ক্ষেত্রে বন্দর পরিচালনায় অভিজ্ঞ ও কর্মরত কর্মকর্তা দিয়ে পূরণ করার বিধি রয়েছে। ১৯৮৮ সালের ২৮ এপ্রিল এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে তৎকালীন সংস্থাপন মন্ত্রণালয় (বর্তমানে জনপ্রশাসন মন্ত্রণালয়)।
সূত্র জানায়, গত ১২ মে বন্দরের প্রধান প্রকৌশলী (নৌ) মো. আলতাফ হোসেন খানকে নৌপরিবহন মন্ত্রণালয় থেকে বন্দর কর্তৃপক্ষের সদস্য (প্রকৌশল ও উন্নয়ন) হিসেবে দায়িত্ব দেওয়া হয়। এ ছাড়া গত ৯ মে প্রশাসন ক্যাডারের কর্মকর্তা বিকাশ চন্দ্র সিকদারকে মোংলা বন্দর কর্তৃপক্ষে সদস্য পদে নিয়োগ দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়। তিনি গত ১৯ জুন বন্দরে যোগদান করেন। পরবর্তী সময়ে ২৩ জুন বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান তাঁকে সদস্য (হারবার ও মেরিন) পদে পদায়ন করেন। কিন্তু জনপ্রশাসন মন্ত্রণালয় গত ৯ মে সংশোধিত প্রজ্ঞাপনে বিকাশ চন্দ্র সিকদারকে মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য (প্রকৌশল ও উন্নয়ন) হিসেবে প্রেষণে নিয়োগ দেয়।
শিপিং এজেন্ট ইউনিট মেরিটাইম লিমিটেডের প্রতিনিধি শেখ বদিউজ্জামান টিটু জানান, এ বন্দরের গুরুত্বপূর্ণ পদে এমন নিয়োগ প্রক্রিয়ায় দৈনন্দিন কর্মকাণ্ড পরিচালনার ক্ষেত্রে তাঁদের বিব্রতকর অবস্থার মধ্যে পড়তে হচ্ছে।
এ প্রসঙ্গে মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়াল অ্যাডমিরাল রিয়াজ উদ্দিন আহম্মেদ জানান, বর্তমানে আলতাফ হোসেন খান সদস্য (প্রকৌশল ও উন্নয়ন) এবং বিকাশ চন্দ্র সিকদার সদস্য (হারবার ও মেরিন) পদে দায়িত্ব পালন করছেন। তবে একই পদে দুই কর্মকর্তার এ নিয়োগের ক্ষেত্রে হয়তো কোথাও ত্রুটি হয়েছে। তিনি আরো বলেন, বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে জানানো হয়েছে। এ বিষয়ে দ্রুত সংশোধনী আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।