কুড়িগ্রামের পাঁচশ বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2016/07/30/photo-1469862297.jpg)
কুড়িগ্রামের বন্যার্ত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করছেন রেল-নৌ, যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটি, কুড়িগ্রামের সদস্যরা। ছবি : সংগৃহীত
কুড়িগ্রামের কয়েকটি চরের প্রায় পাঁচশ বন্যার্ত পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করেছেন রেল-নৌ, যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটি, কুড়িগ্রাম।
গতকাল শুক্রবার চর রসুলপুর, আউলিয়ার চর, নুন খাওয়ার চর ও আরাজি কমলপুর চরের বানভাসী পাঁচশ পরিবারের মধ্যে ত্রাণ তুলে দেন গণকমিটির সদস্যরা। নৌকায় করে বাড়ি বাড়ি ও আশ্রয়স্থলে গিয়ে বন্যার্ত পরিবারগুলোর মাঝে চিড়া, মুড়ি, গুড়, রুটি, বিস্কুট ও দেয়াশলাই বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন রেল-নৌ, যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটি, কুড়িগ্রামের সভাপতি তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক অধ্যক্ষ হারুনুর রশীদ মিলন, অর্থ সম্পাদক শামসুজ্জামান সুজা, প্রচার ও প্রকাশনা সম্পাদক জরীফ উদ্দীন, পৌর গণকমিটির সহসভাপতি মুজিবুল হক বাবু, মহানগর গণকমিটির অফিস সম্পাদক রিফাজুল হক কাননসহ গণকমিটির কর্মী সোহানুর রহমান সোহান, জনি, জীম প্রণয়, জালালসহ অন্যরা।