বাগেরহাটে শিক্ষক সমিতির জঙ্গিবিরোধী মানববন্ধন

বাংলাদেশ শিক্ষক পরিষদ বাগেরহাট জেলা শাখার উদ্যোগে জঙ্গিবাদবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার দুপুরে বাগেরহাট শিক্ষক সমিতির নেতৃবৃন্দ ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে অংশ নেয়।
মানববন্ধনে বক্তব্য দেন বাগেরহাট জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মুকুন্দ কুমার দাস, শিক্ষক নেতা হুমায়ুন কবির, মোস্তাফিজুর রহমান, তানজিদ হোসেন, জেবা আইরিন প্রমুখ।
বক্তারা জঙ্গিবাদ দমনে সব শিক্ষাপ্রতিষ্ঠানে জঙ্গিবিরোধী প্রচার অব্যাহত রাখার আহ্বান জানান।