জঙ্গিবিরোধী সমাবেশে ছাত্রলীগের সংঘর্ষ

চট্টগ্রামে ১৪ দলের জঙ্গিবিরোধী সমাবেশে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে।
আজ শনিবার বিকেলে নগরীর চকবাজার এলাকায় ১৪ দল আয়োজিত জঙ্গিবিরোধী সমাবেশ কর্মসূচি চলাকালে এ ঘটনা ঘটে।
সমাবেশ চলাকালে নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনের নাম উল্লেখ করে কর্মীরা স্লোগান দেন। স্লোগানের সময় একপক্ষ অন্য পক্ষকে ঘায়েল করার চেষ্টা করে। এ সময় দুই পক্ষের কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে ছাত্রলীগের কর্মীরা লাঠি ব্যবহার করে। ঘটনার সময় উপস্থিত লোকজন আতঙ্কিত হয়ে পড়ে। পরে আওয়ামী লীগ নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি কিছুটা শান্ত হয়।
সমাবেশে চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতি ও ১৪ দলের সমন্বয়ক এ বি এম মহিউদ্দিন চৌধুরী, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন, সহসভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, জাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য ইন্দু নন্দন দত্তসহ ১৪ দলের নেতারা বক্তব্য দেন।
সমাবেশ শেষে ১৪ দলের নেতারা জঙ্গিবিরোধী পদযাত্রা বের করেন।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজ আহমেদ জানান, ‘এ ঘটনা কারা ঘটিয়েছে ফুটেজ দেখলে বলতে পারব। তবে সমাবেশ শেষ পর্যন্ত শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে।’