কলেজছাত্রীর ভ্যানিটি ব্যাগে গাঁজা

মেহেরপুরের গাংনী উপজেলায় এক কেজি গাঁজাসহ এক কলেজছাত্রীকে আটক করা হয়েছে। আজ শনিবার বিকেলে উপজেলার বামুন্দি বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানিয়েছে, আটক কলেজছাত্রী কুষ্টিয়ার কুমারখালী উপজেলা শহরের ঘাটপাড়া এলাকার বাসিন্দা। স্থানীয় একটি কলেজেই সে একাদশ শ্রেণিতে পড়াশোনা করে।
গাংনী থানার উপপরির্দশক (এসআই) বখতিয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই কলেজছাত্রীকে বামুন্দী বাসস্ট্যান্ডে আটক করা হয়। পরে তার ভ্যানিটি ব্যাগ থেকে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়।
আটক কলেজছাত্রীর বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে মেহেরপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানান গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন।
এদিকে আটক কলেজছাত্রীর দাবি, লেখাপড়ার খরচ জোগাতে সে তিন হাজার টাকা চুক্তিতে গাঁজা বহনের কাজ নিয়েছিল। এটাই তার জীবনের প্রথম। দৌলতপুর উপজেলার ডাংমড়কার রোজিনা ভাবীর কাছ থেকে গাঁজা নিয়ে কুষ্টিয়ার এক বড় ভাইয়ের কাছে পৌঁছে দেওয়ার কথা ছিল।