চট্টগ্রাম মেডিকেল কলেজের ক্যান্টিন কর্মচারী খুন

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ক্যান্টিনে সাবেক সহকর্মীর ছুরির আঘাতে নিহত হয়েছেন ওই ক্যান্টিনের এক কর্মী।
আজ রোববার সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ক্যান্টিন কর্মচারীর নাম ফরহাদ।
মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. জহির জানিয়েছেন, ক্যান্টিনের গ্রাহকদের সঙ্গে আচরণগত সমস্যার কারণে মাসুদ নামের এক বয়কে (কর্মচারী) কিছুদিন আগে চাকরি থেকে অব্যাহতি দেয় ক্যান্টিন পরিচালনা কর্তৃপক্ষ। আজ সকালের দিকে মাসুদ ক্যান্টিনে আসে। এ সময় সেখানকার কর্মী ফরহাদের সঙ্গে প্রথমে তার কথাকাটাকাটি হয়। পরে দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়। একপর্যায়ে ফরহাদকে উপর্যুপরি ছুরিকাঘাত করে মাসুদ। এতে ঘটনাস্থলেই নিহত হয় ফরহাদ। ঘটনার পরপরই মাসুদ পালিয়ে যায়। পরে পুলিশ এসে ফরহাদের লাশ মর্গে পাঠায়।