বাগেরহাটের ২১ মামলার আসামি গ্রেপ্তার

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় হত্যাসহ ২১ মামলার আসামি আবু জাফরকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি ‘খুনি আবু’ ওরফে ‘বরিশালের আবু’ নামেও পরিচিত। তাঁর বাড়ি উপজেলার জামিরতলা গ্রামে।
গতকাল শনিবার বিকেল ৫টায় খুলনার ডুমুরিয়া থানার গুটুদিয়া গ্রাম থেকে পুলিশ আবু জাফরকে গ্রেপ্তার করে।
পরে রাতে তাঁর দেওয়া তথ্য মতে, বাড়ির মাটি খুঁড়ে একটি দেশি বন্দুক ও একটি কার্তুজ উদ্ধার করে পুলিশ।
মোরেলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) তারক নাথ বিশ্বাস জানান, গত ১১ ফেব্রুয়ারি দক্ষিণ জামিরতলা নুরুল ইসলাম দাখিল মাদ্রাসার চতুর্থ শ্রেণির কর্মচারী আওয়ামী লীগকর্মী আবদুল হামিদ দরানীকে (৬৫) মাদ্রাসার সামনে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় দায়ের করা মামলায় আবু জাফর প্রধান আসামি। ঘটনার পর থেকেই তিনি পালিয়ে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল আবু জাফরকে ডুমুরিয়া থানার গুটুদিয়া গ্রাম থেকে আটক করা হয়।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল আলম জানান, এ ছাড়া জাফরের বিরুদ্ধে খুলনা সদর, ডুমুরিয়া ও মোরেলগঞ্জ থানায় হত্যা, গুলি করে হত্যার চেষ্টা, চাঁদাবাজি ও অস্ত্র আইনে ২১টি মামলা রয়েছে। তিনি খুলনার একসময়ের কুখ্যাত সন্ত্রাসী এরশাদ শিকদারের সহযোগী ছিলেন।