খুলনায় ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ

অর্থপাচার মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সাজার প্রতিবাদে খুলনায় ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খুলনা সদর ও সোনাডাঙ্গা থানা ছাত্রদলের উদ্যোগে আজ রোববার দুপুরে নগরীর কেডি ঘোষ রোডে বিএনপি কার্যালয়ের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সদর থানা ছাত্রদলের সভাপতি ইফতেখার জামান নবীনের সভাপতিত্বে এই সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু। তিনি বলেন, ‘বিনা ভোটে নির্বাচিত যড়যন্ত্রকারী সরকার আবারও যড়যন্ত্র করছে। বিএনপি নেতাদের সাজা দিয়ে পাতানো নির্বাচন করে ক্ষমতা স্থায়ী করবে।’ তিনি ছাত্রদল নেতাদের তীব্র আন্দোলনের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানান।
সমাবেশে আরো ব্ক্তব্য দেন খুলনা সিটির মেয়র মনিরুজ্জামান মনি, অধ্যক্ষ তারিকুল ইসলাম, ছাত্রদল কেন্দ্রীয় নেতা শেখ সাদি, ফখরুল আলম, সেকেন্দার জাফর উল্লাহ খান সাচ্চু।