যশোরে বোমা হামলায় তিনজন আহত
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/04/19/photo-1429457184.jpg)
যশোর শহরের বেজপাড়া এলাকায় আজ রোববার সন্ধ্যা ৭টার দিকে বোমা হামলায় তিনজন আহত হয়েছেন। এর মধ্যে স্থানীয় আওয়ামী লীগের নেতা মহসিন আলীর অবস্থা গুরুতর। তাঁকে যশোর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বেজপাড়া আনসার ক্যাম্প এলাকার শান্তিশৃঙ্খলা কমিটির যুগ্ম সম্পাদক ও স্থানীয় আওয়ামী লীগ নেতা মহসিন আলীসহ কয়েকজন সন্ধ্যায় চিরুণীকল এলাকায় দাঁড়িয়ে ছিলেন। এ সময় কয়েকজন সন্ত্রাসী তাঁদের লক্ষ্য করে পরপর কয়েকটি বোমা ছুড়ে মারে। এতে মহসিন, সোহাগ ও কাশেম নামে তিন ব্যক্তি আহত হন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতালের চিকিৎসক আক্তারুজ্জামান মির্জা জানান, মহসিনের এক পা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় পাঠানো হয়েছে।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার আককাস আলী বলেন, এলাকার দুটি পক্ষের বিবাদের কারণে বোমা হামলার ঘটনাটি ঘটেছে বলে মনে করা হচ্ছে।