শওকত মাহমুদের বিদেশ যেতে বাধা নেই
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2016/08/01/photo-1470041826.jpg)
সাংবাদিক নেতা ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শওকত মাহমুদকে বিদেশ যাওয়ার অনুমতি দিয়েছেন হাইকোর্ট। তিনি যেদিন যাবেন সেদিন থেকে ৪০ দিন দেশের বাইরে অবস্থান করতে পারবেন বলেও আদেশ দেন আদালত।
আজ সোমবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি জে বি এম হাসানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
আদালতে শওকত মাহমুদের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। সঙ্গে ছিলেন এম মাসুদ রানা ও মোস্তাফিজুর রহমান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ এ কে এম মনিরুজ্জামান কবির।
পরে আইনজীবী এম মাসুদ রানা বলেন, ‘আমরা আদালতে বলেছি, শওকত মাহমুদ ডায়াবেটিস, পিঠে ব্যথাসহ বিভিন্ন রোগে ভুগছেন। এর আগে তিনি থাইল্যান্ডে প্রতি তিন মাসে একবার চেকআপ করতে যেতেন। কিন্তু দীর্ঘদিন কারাগারে থাকায় তাঁর শারীরিক চেকআপ করা সম্ভব হয়নি।’
আইনজীবী বলেন, ‘আমরা আরো উল্লেখ করেছি, যেহেতু তাঁর বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা আছে। তাই বিদেশ যাওয়ার আগে বিষয়টি আদালতকে অবহিত করা দরকার। সে জন্য বিচারিক আদালতে গত ১৭ জুলাই একটি আবেদন করি। কিন্তু সেই আবেদন নাকচ হলে আমরা ২৮ জুলাই তাঁর বিরুদ্ধে হাইকোর্টে আসি। সেই আবেদনের ওপর হাইকোর্টে গতকাল শুনানি হয়। পরে আজ আদালত এই আদেশ দেন।’
প্রায় ১০ মাস কারাবন্দি থাকার পর সব মামলায় জামিন পাওয়ায় শওকত মাহমুদ গত ২২ জুন জামিনে মুক্তি পান।
শওকত মাহমুদ বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের সভাপতি এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।