চট্টগ্রামে ১১ কোটি টাকা মূল্যের দুটি গাড়ি আটক

শুল্ক করমুক্ত বিলাস বহুল শতাধিক গাড়ি চট্টগ্রাম বন্দরে আটকা আছে। এ ছাড়া কারনেট সুবিধায় আমদানি করে অবৈধভাবে ব্যবহার করার দায়ে চট্টগ্রাম থেকে ১১ কোটি টাকা মূল্যের দুটি গাড়িও আটক করেছে বন্দর কাস্টমসের গোয়েন্দা শাখা।
আজ সোমবার দুপুরে কাষ্টমসের গোয়েন্দা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংস্থাটির গোয়েন্দা ও তদন্ত বিভাগের মহাপরিচালক ড. মঈনুল খান।
কাস্টমসের গোয়েন্দা ও তদন্ত বিভাগের মহাপরিচালক জানান, বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় তিন শতাধিক বিলাসবহুল গাড়ি দেশে এসেছে। এর মধ্যে বেশির ভাগই এসেছে ২০০৯ সাল থেকে ২০১২ সালের মধ্যে। নিয়ম অনুযায়ী অর্ধেক গাড়ি ফেরত গেলেও আরো অর্ধেক গাড়ি দেশে ব্যবহার হচ্ছে। ঢাকা ও চট্টগ্রামে শুল্ক কর ফাঁকি দেওয়াসহ নানা অনিয়মের দায়ে এরইমধ্যে ৩১টি গাড়ি আটক করেছে শুল্ক গোয়েন্দা সংস্থা। অভিযানের অংশ হিসেবে চট্টগ্রামের অলংকার মোড়ের একটি পাম্প থেকে একটি পোরশে কোম্পানির গাড়ি ও নগরীর আমিরবাগ এক ব্যবসায়ীর বাসা থেকে একটি ল্যান্ড রোভার কোম্পানির বিলাসবহুল গাড়ি আটক করা হয়। শুল্ক করসহ এসব গাড়ির মূল্য ১১ কোটি টাকা। ইংল্যান্ড ও জার্মানি থেকে চট্টগ্রাম বন্দর দিয়ে এসব গাড়ি আমদানি করা হয়েছে বলে জানান সংস্থাটির মহাপরিচালক।