‘ইসলাম জঙ্গি তৎপরতা সমর্থন করে না’

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খুলনায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে জঙ্গিবিরোধী মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
আজ সোমবার এ কর্মসূচি পালিত হয়।
খুলনা বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বরে অনুষ্ঠিত মনাববন্ধনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. ফায়েক উজ জামান, ট্রেজারার আতিয়ার রহমান, বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও ছাত্রছাত্রীরা অংশ নেন।
মানববন্ধনে অংশকারীরা জঙ্গিবিরোধী নানা প্ল্যাকার্ড, ব্যানার ও ফেস্টুন বহন করে।
এ সময় উপচার্য বলেন, ইসলাম ধর্মে কোথাও জঙ্গি তৎপরতা সমর্থন করা হয়নি। তিনি ছাত্রদের এ ব্যাপারে সচেতন হওয়ার আহ্বান জানান।
একই সময় খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠারে ছাত্রছাত্রীরা নিজ নিজ প্রতিষ্ঠানের সামনে জঙ্গিবিরোধী মানববন্ধন কর্মসূচি পালন করে।