মোংলা সমুদ্র বন্দরে তিন নম্বর সতর্ক সংকেত জারি

মোংলা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও এর সংলগ্ন এলাকায় সৃষ্টি হওয়া সুস্পষ্ট লঘুচাপের কারণে এই নির্দেশ দিয়েছে আবহাওয়া অফিস।
লঘুচাপটি বর্তমানে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। এতে সাগরে গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হওয়া অব্যাহত রয়েছে। মেঘমালার প্রভাবে মঙ্গলবার সকাল থেকে মোংলা বন্দরসহ আশপাশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে বৃষ্টিপাত ও ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে।
দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বন্দরে অবস্থানরত সব দেশি-বিদেশি বাণিজ্যিক জাহাজের পণ্য বোঝাই-খালাস ও পরিবহন কাজ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। লঘুচাপের প্রভাবে সাগর উত্তাল হয়ে ওঠায় গভীর সাগরে মাছ ধরতে যাওয়া জেলে ও মাঝিমাল্লাদের উপকূলের কাছাকাছি থেকে নিরাপদে চলাচল করতে বলা হয়েছে। সাগরে ইলিশ মাছ ধরতে যাওয়া জেলেরা ইতিমধ্যে সুন্দরবনের বিভিন্ন নদী-খালে নিরাপদে আশ্রয় নিয়েছে বলে জানিয়েছে বন বিভাগ ও জেলেদের মহাজনরা।
এদিকে আজ দিনভর বৃষ্টিপাতের কারণে মোংলা শহরতলীর নিম্নাঞ্চলে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।