মেহেরপুরে বোমা তৈরির সময় বিস্ফোরণ, কারিগর নিহত

মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর গ্রামের হাজিপাড়ায় নিজ বাড়িতে বোমা তৈরির সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে বোমা তৈরির ‘কারিগর’ সাহারুল ইসলাম নিহত হয়েছেন। আজ বুধবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত সাহারুল ইসলাম কাজিপুর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে গরু ও অস্ত্র চোরাচালান ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে পুলিশ জানায়।
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, বোমার কারিগর সাহারুল নিজ বাড়িতে বোমা তৈরি করার সময় একটি বোমা বিকট শব্দে বিস্ফোরিত হয়। বিস্ফোরিত বোমার স্প্লিন্টারে সাহারুলের শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। এরপর তিনি সেখান থেকে পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ বামন্দি এলাকায় অভিযান চালিয়ে সাহারুলকে আটক করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ৩টা ১০ মিনিটের সময় ডা. হাসিবুল ইসলাম তাঁকে মৃত ঘোষণা করেন।
এদিকে বিস্ফোরণের খবর পেয়ে গাংনী উপজেলার পীরতলা পুলিশ ক্যাম্পের কনস্টেবল মাহমুদ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে সেখান থেকে বিস্ফোরিত বোমার আলামত সংগ্রহ করেন।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, বোমা বিস্ফোরণের পর আহত হয়ে সাহারুল ইসলাম পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। গোপন সংবাদের ভিত্তিতে তাঁকে বামন্দি এলাকা থেকে আটক করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ওসি আরো বলেন, নিহত সাহারুল ইসলাম এলাকার চিহ্নিত অস্ত্র ব্যবসায়ী। তাঁর বিরুদ্ধে মাদক, চোরাকারবারিসহ গাংনী থানায় দুটি মামলা রয়েছে। অন্য থানায় আরো মামলা থাকতে পারে বলে তিনি জানান। হাসপাতাল থেকে তাঁর লাশ উদ্ধার করে মেহেরপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. হাসিবুল ইসলাম জানান, বোমার স্প্লিন্টারে সাহারুলের শরীরের বিভিন্ন অংশ ঝলসে গেছে। মাথার ভেতরেও বোমার স্প্লিন্টার আঘাত করেছে। যার ফলে অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়েছে।