ঋণ নেওয়ায় সংসারে ঝগড়া, দিনমজুরের লাশ

মেহেরপুরের গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়নের আকুবপুর মাঠ থেকে জমির উদ্দীন (৩৫) নামের এক দিনমজুরের মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, ঋণ নেওয়া নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ার পর অভিমান করে তিনি আত্মহত্যা করেছেন।
গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার আকুবপুর গ্রামের একটি মেহগনি বাগান থেকে জমির উদ্দীনের মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত জমির উদ্দীন মটমুড়া ইউনিয়নের মহাম্মদপুর গ্রামের মৃত তোফাজ্জেল হক তোফানের ছেলে। তিনি পাশের আকুবপুর গ্রামে শ্বশুরবাড়িতে ঘরজামাই হিসেবে বসবাস করে আসছিলেন।
স্থানীয়রা জানান, তিন সন্তানের জনক জমির উদ্দীন পরিবারের লোকজনকে না জানিয়ে এক ব্যক্তির কাছ থেকে সুদের ওপর ৯ হাজার টাকা ঋণ নেন। নির্ধারিত সময়ে ঋণ পরিশোধ করতে না পারায় পাওনাদার তাঁর ওপর চাপ প্রয়োগ করতে থাকেন। বিষয়টি জানাজানি হলে জমির উদ্দীনের সঙ্গে তাঁর স্ত্রীসহ পরিবারের লোকজনের মনোমালিন্য হয়। এ নিয়ে অভিমান করে মঙ্গলবার বিকেলে বাড়ি থেকে চলে যান জমির। বিকেল থেকে তাঁকে এলাকার বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে ব্যর্থ হন পরিবারের সদস্যরা। পরে এলাকার লোকজন গ্রামের মাঠে খুঁজতে গিয়ে একটি মেহগনি বাগানে জমিরের মরদেহ দেখতে পায়। এ ঘটনায় পুলিশকে খবর দিলে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
এলাকাবাসীর ধারণা, পরিবারের লোকজনের ওপর অভিমান করে জমির উদ্দীন বিষপানে আত্মহত্যা করে থাকতে পারেন।
ওসি আনোয়ার হোসেন জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। কীভাবে মৃত্যু হয়েছে তা ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।