চট্টগ্রাম কলেজে হামলাকারীদের গ্রেপ্তার চেয়ে ধর্মঘটের ডাক

চট্টগ্রাম সরকারি কলেজে শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া না হলে আগামী রোববার থেকে সর্বাত্মক ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।
আজ বুধবার দুপুরে চট্টগ্রাম কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ ছাত্রলীগের ব্যানারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন কলেজের শিক্ষার্থী ও ছাত্রলীগের একাংশের নেতা সুভাষ মল্লিক সবুজ।
সংবাদ সম্মেলনে বলা হয়, গত ৩১ জুলাই চট্টগ্রাম কলেজের সামনে জঙ্গিবিরোধী মানববন্ধন চলাকালে সেখানে গুলি চালায় চিহ্নিত সন্ত্রাসীরা। এ সময় তিন শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়। আহতরা ঢাকা ও চট্টগ্রামে মৃত্যুর সঙ্গে লড়ছে। এ ঘটনার জন্য নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজম রনিকে দায়ী করা হয় সংবাদ সম্মেলন থেকে।
এ ঘটনায় দোষীদের খুঁজে বের করে আইনের আওতায় আনতে চট্টগ্রামের পুলিশ কমিশনারকে স্মারকলিপি দেওয়া হবে বলে জানান শিক্ষার্থীরা। এ ছাড়া আগামী রোববার থেকে চট্টগ্রাম সরকারি কলেজে সর্বাত্মক ছাত্র ধর্মঘটেরও ডাক দেওয়া হয়।
গত ৩১ জুলাই জঙ্গিবাদবিরোধী সমাবেশকে কেন্দ্র করে চট্টগ্রাম সরকারি কলেজে ছাত্রলীগের দুই পক্ষের সমর্থকদের মধ্যে গোলাগুলি ও সংঘর্ষের ঘটনা ঘটে। কলেজে ছাত্রলীগের প্রভাব বিস্তারকে কেন্দ্র করে নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি এবং যুবলীগ নেতা নুরুল মোস্তাফা টিনুর সমর্থকদের মধ্যে এ ঘটনা ঘটে।