কবি শামসুর রাহমানের গ্রামে হাসপাতালের দাবিতে মিছিল
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2016/08/03/photo-1470235924.jpg)
নরসিংদীর রায়পুরা উপজেলার পাড়াতলী গ্রামে প্রয়াত কবি শামসুর রাহমানের গ্রামে হাসপাতাল নির্মাণের দাবিতে সংবাদ সম্মেলন ও মিছিল করেছে গ্রামবাসী।
আজ বুধবার দুপুরে রায়পুরার পাড়াতলী উপজেলা বাস্তবায়ন কমিটির উদ্যোগে পাড়াতলী বাজারে এ সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলন শেষে হাসপাতাল নির্মাণের দাবিতে উপজেলা প্রশাসনের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর লিখিত আবেদন জমা দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, মেঘনা নদীবেষ্টিত চরাঞ্চলগুলোর মধ্যে পাড়াতলী একটি জনবহুল গ্রাম। এই গ্রামে প্রায় চল্লিশ হাজার লোকের বাস। বিপুল এই জনসংখ্যার জন্য এখানে নেই কোনো স্বাস্থ্য কমপ্লেক্স। তাই অসুস্থ রোগীদের নিয়ে প্রতিনিয়তই ভোগান্তির শিকার হতে হয়। সম্প্রতি সরকার পাড়াতলী গ্রামে স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণ প্রকল্পের উদ্যোগ নেয়। কিন্তু একটি চক্র এই হাসপাতালটিকে পাশের আড়াকান্দা গ্রামে স্থাপনের চেষ্টা চালাচ্ছে। তাই ক্ষোভে ফুসে উঠছে ওই এলাকার মানুষ।
সংবাদ সম্মেলনে বলা হয়, পাড়াতলী গ্রামে হাসপাতালটি নির্মাণ হলে আশপাশের চানপুর, শ্রীনগর, বাঁশগাড়ী, চরমধুয়া, মির্জারচর এলাকার দুই লক্ষাধিক মানুষ উপকৃত হবে। তাই পূর্বনির্ধারিত স্থান পাড়াতলীতে প্রস্তাবিত স্বাস্থ্য কমপ্লেক্স ভবন নির্মাণের দাবি জানানো হয়।
পাড়াতলী উপজেলা বাস্তবায়ন কমিটির সভাপতি গোলাম সারোয়ার হীরার সভাপতিত্বে লিখিত বক্তব্য পাঠ করেন পাড়াতলী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রফিকুল ইসলাম। বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক চন্দন মিয়া, কাজী গোলাম ফারুক, পাড়াতলী ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. শফিকুল ইসলাম প্রমুখ।
সংবাদ সম্মেলন শেষে হাসপাতাল নির্মাণের দাবিতে মিছিল করে গ্রামবাসী।