পঞ্চগড়ে ১০ দিনব্যাপী বনজ ও ফলদ বৃক্ষমেলার উদ্বোধন

‘অর্থ পুষ্টি স্বাস্থ্য চান, দেশি ফল বেশি খান’ প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বরে শুরু হলো ১০ দিনব্যাপী বনজ ও ফলদ বৃক্ষমেলা।
আজ বুধবার জেলা প্রশাসন, বন বিভাগ ও পঞ্চগড় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যৌথভাবে এই মেলার আয়োজন করে।
পঞ্চগড়ের জেলা প্রশাসক অমল কৃষ্ণ মণ্ডল এ মেলার উদ্বোধন করেন। এ সময় পঞ্চগড়ের পুলিশ সুপার মো. গিয়াসউদ্দিন আহমেদ, পৌর মেয়র তৌহিদুল ইসলাম, বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ আব্দুল আওয়াল সরকার, জেলা জাসদের সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ বাবুল, জেলা নার্সারি সমিতির সভাপতি আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।
মেলা উপলক্ষে সকালে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। মেলায় জেলার বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ৩০টি বনজ ও ফলদ বৃক্ষ নিয়ে স্টল দিয়েছেন।