সুন্দরবনে দস্যু দমনে ‘পাইরেটস হান্ট’

সুন্দরবনে দস্যু দমনে শুরু হয়েছে নৌবাহিনী ও কোস্ট গার্ডের বিশেষ অভিযান ‘পাইরেটস হান্ট’।
আজ বৃহস্পতিবার সকাল ১০টায় পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের হাড়বাড়িয়া এলাকা থেকে এ অভিযান শুরু হয়েছে।
যৌথ বাহিনীর এ অভিযান কোকিলমনি, হিরণ পয়েন্ট, আকরাম পয়েন্ট ও দুবলার চরসহ সমগ্র সুন্দরবনে পরিচালনা করা হবে। অভিযানে নৌবাহিনী ও কোস্ট গার্ডের দুটি জাহাজসহ আটটি দ্রুতগামী জলযান অংশ নিচ্ছে। অভিযানে কোস্ট গার্ডের ১০ জন ও নৌবাহিনীর ৭০ জন সদস্য রয়েছেন।
কোস্ট গার্ড পশ্চিম জোনের (মোংলা) জোনাল কমান্ডার ক্যাপ্টেন কাজী মেহেদী মাসুদ বলেন, এরই মধ্যে সুন্দরবনে বড় বড় দস্যুবাহিনী আত্মসমর্পণ করলেও ছোট ছোট বিশেষ করে জাহাঙ্গীর বাহিনী, নোয়া বাহিনী ও সাগর বাহিনী জেলেদের অপহরণ করে মুক্তিপণ আদায় করছে। বর্তমানে এ দস্যু বাহিনীর কাছে বেশ কিছু জেলে জিম্মি রয়েছে। তাই জিম্মি জেলেদের উদ্ধার ও দস্যু বাহিনীকে গ্রেপ্তারের জন্য এ অভিযান শুরু করা হয়েছে। এ অভিযান চলবে।