দুদকের মামলায় আব্বাসের জামিন শুনানি ২৭ এপ্রিল

দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মির্জা আব্বাসের আগাম জামিনের শুনানি আগামী ২৭ এপ্রিল নির্ধারণ করেছেন হাইকোর্ট। আজ মঙ্গলবার সকালে বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জে বি এম হাসানের বেঞ্চ এই দিন নির্ধারণ করেন।
দুদকের করা মামলায় মির্জা আব্বাসের আইনজীবীদের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেওয়া হয়। ২০১৪ সালের ৬ মার্চ প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে শাহবাগ থানায় সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মির্জা আব্বাসের বিরুদ্ধে মামলাটি করে দুদক।
গত ১৬ এপ্রিল মামলাটির জামিন শুনানির জন্য আবেদন করেন তাঁর আইনজীবী ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন। আদালত আবেদনটি গ্রহণ করে আজ শুনানির জন্য দিন নির্ধারণ করেছিলেন।
গাড়ি পোড়ানোর অপর দুটি মামলায় ১৫ এপ্রিল আগাম জামিন আবেদনের শুনানিতে বিভক্ত আদেশ দেন হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ। বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী মির্জা আব্বাসকে তিন সপ্তাহের জন্য আগাম জামিন মঞ্জুর করেন। আর বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর বিএনপির স্থায়ী কমিটির সদস্যের জামিন আবেদন খারিজ করে দেন।
আগামী ২৮ এপ্রিল ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের ভোট গ্রহণ করা হবে। মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা এ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। তবে গ্রেপ্তার আতঙ্কে মির্জা আব্বাস প্রকাশ্যে আসতে পারেননি। স্ত্রী আফরোজা আব্বাস তাঁর পক্ষে প্রচার চালাচ্ছেন।