সুন্দরবনে বনদস্যুদের আস্তানা ও ওয়াচ টাওয়ার ধ্বংস

সুন্দরবনে দস্যু দমনে নৌবাহিনী ও কোস্টগার্ডের বিশেষ অভিযান ‘পাইরেটস হান্টে’র দ্বিতীয় দিনে বনদস্যুদের আস্তানা ও ওয়াচ টাওয়ার ধ্বংস করা হয়েছে।
আজ শুক্রবার সকালে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের কোকিলমনি, হাড়বাড়িয়া, হিরণ পয়েন্ট, আকরাম পয়েন্ট ও দুবলার চর এলাকায় অভিযান চালিয়ে দস্যুদের ব্যবহৃত ৮/১০টি আস্তানার সন্ধান পায় নৌবাহিনী ও কোস্টগার্ডের যৌথ বাহিনী। এ সময় তাঁরা দস্যুদের আস্তানার বিভিন্ন স্থাপনায় আগুন ধরিয়ে দেন। এ অভিযানে সহায়তা করছে বাংলাদেশ বন বিভাগ। গতকাল বৃহস্পতিবার থেকে এ অভিযান শুরু হয়।
কোস্টগার্ড পশ্চিম জোনের (মোংলা) জোনাল কমান্ডার ক্যাপ্টেন কাজী মেহেদী মাসুদ জানান, কোস্টগার্ডের সব স্টেশন থেকে একযোগে এই অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানে অংশ নিয়েছে নৌবাহিনী ও কোস্টগার্ডের দুটি জাহাজসহ আটটি আধুনিক জলযান। সুন্দরবন থেকে দস্যু নির্মূল ও জিম্মি জেলেদের উদ্ধার করাই পাইরেটস হান্টের লক্ষ্য বলে জানান তিনি।