নিখোঁজ আ. লীগ কর্মীর ক্ষতবিক্ষত লাশ মিলল খালে

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার একটি খাল থেকে রিয়াদ শেখ (৩৫) এক আওয়ামী লীগ কর্মীর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়েছে।
আজ শুক্রবার দুপুরের দিকে উপজেলার পঞ্চকরণ ইউনিয়নের খারইখালী খালে ওই ব্যক্তির লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয় লোকজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রিয়াদ শেখের হাত-পায়ের রগ ও গলা কাটা লাশ উদ্ধার করে।
পঞ্চকরণ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুর রাজ্জাক মজুমদার জানান, দুই সন্তানের বাবা রিয়াদ ইউনিয়নের খারইখালী গ্রামের বাসিন্দা। গত বুধবার বিকেল থেকে নিখোঁজ ছিলেন তিনি। আজ দুপুরে খারইখালী খালে তাঁর লাশ পাওয়া যায়। রিয়াদ শেখ স্থানীয় আওয়ামী লীগের কর্মী বলেও জানান তিনি।
মোরেলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) তারক নাথ বিশ্বাস জানান, উদ্ধার করা লাশটি রিয়াদ শেখের বলে তাঁর স্বজনরা শনাক্ত করেছেন। নিহতের বুকে ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে ক্ষতবিক্ষত করে হত্যা করা হয়েছে। লাশের দুই হাত, বাঁ পায়ের রগ ও গলা আংশিক কাটা রয়েছে বলেও জানান তিনি। রিয়াদকে কী কারণে এবং কারা হত্যা করেছে এ বিষয়ে এখনো কিছু জানা যায়নি। তবে স্থানীয়রা ঘের সংক্রান্ত বিরোধে রিয়াদকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বলে জানান তারক নাথ বিশ্বাস।