শরীয়তপুরের নড়িয়ায় পৌর নির্বাচন কাল

শরীয়তপুরের নড়িয়া পৌরসভার নির্বাচন আগামীকাল রোববার অনুষ্ঠিত হবে। গতকাল শুক্রবার রাত ১২টায় শেষ হয়েছে প্রচার কাজ।
নড়িয়া পৌরসভার মেয়র হায়দার আলী গত ১৮ এপ্রিল মারা যান। এতে মেয়রের পদটি শূন্য হয়। আগামীকালের নির্বাচনে ১৭ হাজার ৮৬ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
জেলা নির্বাচন কর্মকর্তা শেখ মোহাম্মদ জালাল উদ্দিন এ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে কাজ করবেন। তিনি বলেন, ‘নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সুষ্ঠু নির্বাচন করার ব্যাপারে নির্বাচন কমিশন সজাগ আছে। সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে আমরা সব ধরনের ব্যবস্থা নিয়েছি।’
উপজেলা নির্বাচন কমিশন কার্যালয় সূত্রে জানা যায়, নড়িয়া পৌরসভার নির্বাচনে শুরুতে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সিরাজুল ইসলাম, বিএনপির সৈয়দ মনোয়ার হোসেন, স্বতন্ত্র শহীদুল ইসলাম বাবু রাঢ়ি, মো. সাইদুজ্জামান, আক্তার হোসেন ও প্রয়াত মেয়র হায়দার আলীর ছেলে কামরুল হাসান ও মাহমুদুল হাসান প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে বিএনপির প্রার্থী সৈয়দ মনোয়ার হোসেন প্রতীক বরাদ্দের পর নির্বাচনী মাঠ থেকে সরে দাঁড়িয়েছেন। প্রয়াত মেয়র হায়দার আলীর ছেলে কামরুল হাসানও প্রচারের সময় সরে তাঁর বড় ভাই মাহমুদুল হাসানকে সমর্থন দেন।
আওয়ামী লীগের প্রার্থী সিরাজুল ইসলাম অভিযোগ করে বলেন, ‘আওয়ামী লীগের বেশির ভাগ স্থানীয় নেতা নৌকা প্রতীকের প্রচারণায় অংশ নেননি।’
নাম প্রকাশ না করার শর্তে নড়িয়া পৌরসভার আওয়ামী লীগের একাধিক নেতা বলেন, তৃণমূল নেতা-কর্মীদের সমর্থন উপেক্ষা করে আওয়ামী লীগের প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, চারজন বিদ্রোহী প্রার্থী থাকায় চাপে পড়েছেন আওয়ামী লীগের প্রার্থী সিরাজুল ইসলাম।
নির্বাচন থেকে সরে দাঁড়ানোর বিষয় কোনো মন্তব্য করতে রাজি হননি বিএনপির প্রার্থী সৈয়দ মনোয়ার হোসেন।