মেহেরপুরে সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী মানববন্ধন

মেহেরপুর প্রেসক্লাবের সামনে আজ শনিবার সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী মানববন্ধন করেছে ফ্রেন্ডস ফাউন্ডেশন মডেল একাডেমি। ছবি : এনটিভি
মেহেরপুরে সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী মানববন্ধন কর্মসূচি পালন করেছে ফ্রেন্ডস ফাউন্ডেশন মডেল একাডেমি। আজ শনিবার বেলা ১১টার দিকে প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে নেতৃত্ব দেন জেলা শিক্ষা কর্মকর্তা সুভাষ চন্দ্র গুলজার। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবর রহমান, ফ্রেন্ডস ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক আজিজুর রহমান, ক্রীড়া সম্পাদক আনোয়ারুল হক, বিদ্যালয়ের শিক্ষক শেখ সোহরাওয়ার্দী জুয়েল, মফিজুর রহমান, ফারজানা জেসমিনসহ ছাত্রছাত্রীরা মানববন্ধনে অংশ নেয়।