গাংনীতে ছাত্রদলের কর্মিসভা

মেহেরপুরের গাংনী উপজেলা বিএনপির কার্যালয়ে শনিবার ছাত্রদলের কর্মিসভা অনুষ্ঠিত হয়। ছবি : এনটিভি
মেহেরপুরের গাংনীতে ছাত্রদলের কর্মিসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর ১২টার দিকে উপজেলা বিএনপির কার্যালয়ে এ কর্মিসভায় সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রদলের সভাপতি আবদুল হান্নান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেন। এ সময় জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবদাল হক, উপজেলা যুবদলের সভাপতি আক্তারুজ্জামান আক্তার, সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বুলবুল, বিএনপি নেতা কামরুল ইসলাম, রবিউল ইসলাম রবি, ছাত্রদল নেতা নাজমুল হুদা, আবদুল মজিদ রাজা প্রমুখ।