বিএনপির কেন্দ্রীয় কমিটিতে স্থান না পাওয়ায় পদত্যাগ

কেন্দ্রীয় কমিটিতে স্থান না পাওয়ার ক্ষোভে পদত্যাগ করেছেন নরসিংদী জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দ্বীন মোহাম্মদ দীপু। আজ রোববার বিএনপির কেন্দ্রীয় কমিটির মহাসচিব বরাবর লিখিত পদত্যাগপত্র জমা দেন তিনি।
পদত্যাগপত্রে উল্লেখ করা হয়, বিগত সময়ে সরকারবিরোধী আন্দোলনে হরতাল, অবরোধসহ প্রতিটি কর্মসূচিতে সক্রিয় ভূমিকা পালন করে নবগঠিত কেন্দ্রীয় কমিটিতে দ্বীন মোহাম্মদ দীপুর স্থান না হওয়ায় এবং আন্দোলন-সংগ্রামে যারা মাঠে ছিল না, তাঁদের কেন্দ্রীয় কমিটিতে স্থান দেওয়ার কারণে স্বেচ্ছায় তিনি জেলা বিএনপির সাংগঠনিক পদ থেকে পদত্যাগ করেছেন।