বাছাইপর্বে নির্বাচিত ঝিনাইদহের ২০ সাঁতারু

সাঁতারকে এগিয়ে নিতে বাংলাদেশ সুইমিং ফেডারেশনের আয়োজন ‘সেরা সাঁতারুর খোঁজে’র বাছাই পর্ব চলছে।
আজ রোববার সকাল ১০টায় ঝিনাইদহে এই প্রতিযোগিতার বাছাই পর্ব অনুষ্ঠিত হয়েছে। সকালে স্থানীয় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামের পাশের পুকুরে অনুষ্ঠিত হয় এ প্রতিযোগিতা । জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এবং বাংলাদেশ নৌবাহিনী ও সুইমিং ফেডারেশন আয়োজিত এই প্রতিযোগিতার উদ্বোধন করেন ঝিনাইদহের জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার।
জেলার পাঁচটি সুইমিং ক্লাবের ১০৫ জন সাঁতারু এই প্রতিযোগিতায় অংশ নেন। এর মধ্য থেকে বিভিন্ন ক্যাটাগরিতে ১২ জন ছেলে ও আটজন মেয়ে সেরা সাঁতারু প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের জন্য নির্বাচিত হন। এর মাধ্যমে এই ২০ জন ঢাকায় দ্বিতীয় পর্বে অংশ নেওয়ার সুযোগ পেলেন।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ নৌবাহিনীর কমান্ডার এস এম মাহমুদুর রহমান, লেফটেন্যান্ট কমান্ডার এম নাঈমূল হক ও লেফটেন্যান্ট কমান্ডার এম নাহিদ হাসান। এ ছাড়া বাংলাদেশ সুইমিং ক্লাবের কোচ তেগুন পার্ক, সুইমিং ফেডারেশনের সহসভাপতি আব্দুল মান্নান উপস্থিত ছিলেন।