কাশিমপুর কারাগারে হাজতির মৃত্যু

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে এক হাজতির মৃত্যু হয়েছে। তাঁর নাম সোহরাব হোসেন (৪০)। তিনি বরগুনা জেলা সদরের সাহেবের হাওলা গ্রামের সাইদুর রহমানের ছেলে।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার ১-এর সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা জানান, রোববার দুপুরে হাজতি সোহরাব হোসেন বুকে হঠাৎ ব্যথা অনুভব করলে তাঁকে প্রথমে কারা হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাঁর অবস্থার অবনতি হওয়ায় দ্রুত শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
একটি ছিনতাই মামলার আসামি সোহরাব হোসেন গত ২২ ফেব্রুয়ারি থেকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার ১-এ বন্দি ছিলেন।
শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আবদুস সালাম জানান, বিকেল পৌনে ৪টায় হাজতি সোহরাবকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।