কালীগঞ্জে ২৭৭০ প্রতিবন্ধীকে পরিচয়পত্র প্রদান

গাজীপুরের কালীগঞ্জে সোমবার দুই হাজার ৭৭০ প্রতিবন্ধীর মধ্যে পরিচয়পত্র বিতরণ করেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। ছবি : এনটিভি
গাজীপুরের কালীগঞ্জে শনাক্তকৃত দুই হাজার ৭৭০ প্রতিবন্ধীর মধ্যে পরিচয়পত্র বিতরণ করা হয়েছে।
মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি সোমবার প্রধান অতিথি হিসেবে এ পরিচয়পত্র বিতরণ করেন। বর্তমান সরকারের গৃহীত কার্যক্রমের মধ্যে প্রতিবন্ধী শনাক্তকরণ জরিপ কর্মসূচির আওতায় ওই প্রতিবন্ধীদের শনাক্ত করা হয়েছে।
কালীগঞ্জ উপজেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে শহীদ ময়েজউদ্দিন অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে ও সমাজসেবা কর্মকর্তা মো. আমির হোসেনের পরিচালনায় এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, গাজীপুর জেলা সমাজসেবা উপপরিচালক শংকর শরণ সাহা, মহিলা ভাইস চেয়ারম্যান শর্মিলী দাস মিলি প্রমুখ।
পরে প্রতিমন্ত্রী উপজেলার শনাক্তকৃত প্রতিবন্ধীদের হাতে পরিচয়পত্র তুলে দেন।