বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে ট্রলার ডুবি, ৩ ট্রলার নিখোঁজ

বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে একটি ট্রলার ডুবে গেছে। ডুবে যাওয়া ট্রলারের নয়জন জেলেকে প্রায় তিন ঘণ্টা পর সাগর থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে ডুবে যাওয়া ট্রলারের জেলেদের উদ্ধার করে সুন্দরবনের দুবলার চরে নিয়ে এসেছেন অন্য জেলেরা। পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুবলা সংলগ্ন মেহের আলীর চর থেকে প্রায় ২০ নটিক্যাল মাইল দূরে বঙ্গোপসাগরের ডুবো জাহাজ নামক এলাকায় ঝড়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়।
ডুবে যাওয়া এফ বি মায়ের দোয়া ট্রলারের মাঝি আবদুস সালাম শেখ জানান, মঙ্গলবার সকালে সাগরের ওই এলাকায় মাছ ধরার সময় আকস্মিক ঝড়ের কবলে পড়ে তাঁদের ট্রলারটি। এ সময় প্রচণ্ড বাতাস ও ঢেউয়ের তোড়ে ট্রলারটি ডুবে যায়। তখন ট্রলারে থাকা সব জেলে লাইফ বয়া নিয়ে সাগরে ঝাপ দেন। এরপর প্রায় তিন ঘণ্টা সাগরে ভেসে থাকার পর দুপুর পৌনে ১টার দিকে অন্য ট্রলারের জেলেরা তাঁদের উদ্ধার করে সুন্দরবনের দুবলার চরে নিয়ে আসেন।
উদ্ধার হওয়া জেলেদের মধ্যে রয়েছেন ট্রলারের মাঝি আবদুস ছালাম শেখ, মিজান শেখ (৩০), রিয়াজ সিকদার (২৪), কবির উদ্দিন (৩০), মো. হাফিজুর (২৬), মিরাজ হাজি (২৯) ও জাকির হোসেন শেখ (৩১)। উদ্ধার হওয়া জেলেদের সবাই সুস্থ আছেন বলে জানিয়েছে আবদুস ছালাম শেখ। তিনি আরো বলেন, গত ৩ আগস্ট পিরোজপুরের জিয়ানগর উপজেলার চর বলেশ্বর গ্রামের মিজান শেখের ট্রলার এফ বি মায়ের দোয়া নিয়ে মাছ ধরতে সাগরে রওনা হন তাঁরা। মাছ ধরা শেষে আরো দুই-তিনদিন পর ট্রলার নিয়ে তাঁদের ফেরার কথা ছিল। বাগেরহাটের এফ বি জোবেদা ট্রলারের মালিক ও মাঝি আক্কাস আলী দুবলার চর থেকে জানান, বর্তমানে সাগর খুবই উত্তাল। সকালে ঝড়ের পর থেকে অন্তত আরো তিনটি ট্রলার নিখোঁজ রয়েছে। বিভিন্ন ট্রলারের জেলেদের মাধ্যমে তাদের খোঁজ নেওয়ার চেষ্টা চলছে।
আবদুস ছালাম শেখ আরো বলেন, তিন নম্বর সতর্কতা সংকেতের কারণে সাগর প্রচণ্ড উত্তাল হয়ে ওঠায় অর্ধশতাধিক মাছ ধরার ট্রলার নিরাপদে সুন্দরবনের দুবলার চর সংলগ্ন বিভিন্ন নদী ও খালে আশ্রয় নিয়েছে।
কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন অফিসার লেফটেন্যান্ট এম ফরিদুজ্জামান খান বলেন, বর্তমানে সাগর অনেক বেশি উত্তাল। জেলেদের যেকোনো ধরনের সহায়তার জন্য দুবলা, কচিখালিসহ কোস্টগার্ডের স্টেশনগুলো প্রস্তুত রয়েছে।