বাগেরহাটে ঝড়ে ঘর চাপা পড়ে নিহত ১

বাগেরহাট সদর উপজেলায় ঝড়ো হাওয়ায় ঘর চাপা পড়ে এক বৃদ্ধা নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো পাঁচজন।
সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ নজরুল ইসলাম এনটিভি অনলাইনকে জানান, গতকাল মঙ্গলবার রাত থেকে বয়ে যাওয়া ঝড়ো হাওয়ার সময় ঘরের ওপর গাছ পড়ে চুলকাঠি গ্রামে গীতা রানী দাস নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। এ ছাড়া কাড়াপাড়া ইউনিয়নে ঝড়ের সময় আরো পাঁচজন আহত হয়েছেন।
নিহতের সৎকার করার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে ১০ হাজার টাকা দেওয়া হয়েছে বলে জানান ইউএনও।
স্থানীয়রা জানান, গতকাল মঙ্গলবার রাত থেকে আজ বুধবার দুপুর পর্যন্ত জেলার বিভিন্ন এলাকার মধ্য দিয়ে দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যায়। এ সময় কিছু কাঁচা ঘরবাড়ি, গাছপালা ও ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়।
এ ছাড়া মঙ্গলবার রাত থেকে আজ বুধবার বিকেল পর্যন্ত বাগেরহাট জেলা শহরসহ বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় ভোগান্তিতে পড়তে হয়েছে সাধারণ মানুষকে।