ভোলা জেলা বিএনপি সভাপতিকে সংবর্ধনা

ভোলা জেলা বিএনপির সভাপতি গোলাম নবী আলমগীরকে কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য করায় গণসংবর্ধনার আয়োজন করা হয়। আজ বৃহস্পতিবার শহরের মহাজনপট্টি এলাকায় জেলা বিএনপি কার্যালয়ের সামনে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ভোলা জেলা বিএনপির পক্ষ থেকে কেন্দ্রীয় বিএনপির নতুন কমিটিকে স্বাগত জানানো হয়। ঝড়-বৃষ্টি উপেক্ষা করে গণসংবর্ধনার আয়োজন করে জেলা বিএনপি।
জেলা বিএনপির সহসভাপতি আমিনুল ইসলাম খানের সভাপতিত্বে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক হারুন অর রশিদ ট্রুমেন, পৌর সভাপতি আব্দুর রব, সাবেক মন্ত্রী মোশারেফ হোসেন শাহজাহানের ছেলে ও সংগীতশিল্পী আফিস আলতাফসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা বক্তব্য দেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি গোলাম নবী আলমগীর বলেন, ‘সারা দেশে সরকার যে অরাজকতা চালাচ্ছে তা থেকে দেশকে রক্ষা করতে হবে। এ জন্য বিএনপির সব নেতাকর্মীকে একসাথে আন্দোলন সংগ্রাম করতে হবে।’ তিনি নতুন কমিটি সম্পর্কে বলেন, ‘আজ সারা দেশের বিএনপিকে ঐক্যবদ্ধ করেছে নতুন কমিটি। আগামী দিনের আন্দোলন সংগ্রাম করতে খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করতে হবে এই কমিটির মাধ্যমে।’ মেঘনার ভাঙনের হাত থেকে ভোলাকে রক্ষার জন্য সরকারের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, ‘যদি নদী ভাঙন রোধ না হয় তা হলে সব উন্নয়ন ব্যাহত হবে।’ এর আগে শতাধিক গাড়ি বহরে করে খেয়াঘাট থেকে শহরে জেলা বিএনপির কার্যালয়ে আসে বিএনপির হাজারো নেতাকর্মী।