গাজীপুরে সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী সমাবেশ

বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন গাজীপুর মহানগর শাখার উদ্যোগে আজ বৃহস্পতিবার সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসকের কার্যালয় সামনে রাজবাড়ী সড়কে সকালে অনুষ্ঠিত কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগঠনের গাজীপুর মহানগরের সভাপতি মাওলানা আবদুল মান্নান। সমাবেশে বক্তব্য রাখেন জমিয়াতুল মোদার্রেছীন গাজীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মো. জহিরুল হক, মাওলানা মো. কেরামত আলী, সদর উপজেলা শাখার সভাপতি মাওলানা অধ্যক্ষ মোহাম্মদ আলী দেওয়ান, সদর উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা আবদুর রাজ্জাক, অধ্যক্ষ আবদুল মালেক, অধ্যক্ষ মো. আলাউদ্দিন সরকার, অধ্যক্ষ জালাল উদ্দিন, অধ্যক্ষ নূরুল আমীন, অধ্যক্ষ রাকিবুল হাসান, মাওলানা মো. আবদুর রহমান, মাওলানা রফিকুল ইসলাম পলাশী, মাওলানা আবদুল মান্নান, শহিদুল ইসলাম, মাওলানা মো. আবদুল কুদ্দুস ভূইয়া, মাওলানা মো. শফিউল্লাহ।
এ সময় বক্তারা বলেন, ইসলামে সন্ত্রাস ও জঙ্গিবাদের কোনো স্থান নেই, বাংলার মাটিতে সন্ত্রাস ও জঙ্গিরা কোনো দিন স্থান হবে না।
এদিকে, কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ ময়েজউদ্দিন মিলনায়তনে আজ দুপুরে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি।
গাজীপুর জেলা প্রশাসক এস এম আলমের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন গাজীপুরের অতিরিক্তি পুলিশ সুপার মো. গোলাম সবুর, কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল গনি ভুইয়া।