গাজীপুরে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত

গাজীপুরে বিভিন্ন সময়ে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রীসহ তিনজন নিহত হয়েছেন।
পুলিশ জানিয়েছে, আজ শুক্রবার দিনের বিভিন্ন সময়ে এসব দুর্ঘটনা ঘটে।
এর মধ্যে সকালে গাজীপুরের ঢাকা-টাংগাইল মহাসড়কে কালিয়াকৈরের পল্লী বিদ্যুৎ এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা এক কলেজছাত্রীকে দ্রুতগামী একটি ট্রাক চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ওই ছাত্রী গুরুতর আহত হন। পরে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
নিহত কলেজছাত্রীর নাম কামরুন নাহার পুষ্পা। তিনি মহানগরীর ভুরুলিয়া এলাকার বাসিন্দা। গত বছর তিনি উচ্চ মাধ্যমিক পাস করেন। আজ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যাওয়ার পথে তিনি দুর্ঘটনার শিকার হন।
এ ছাড়া দুপুরের দিকে সদর উপজেলার খাড়াজোড়া এলাকায় দ্রুতগামী একটি যাত্রীবাহী বাসের গেট থেকে আবদুল আজিজ নামে এক যাত্রী পড়ে যান। পরে তিনি বাসের পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
আবদুল আজিজ উপজেলার আশাপুর গ্রামের মারফত আলীর ছেলে বলে জানা গেছে। লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাসটিকে আটক করেছে কোনাবাড়ী হাইওয়ে পুলিশ।
অপরদিকে গাজীপুর মহানগরের নাওজোড় এলাকায় একটি দ্রুতগামী ট্রাক এক রিকশাচালককে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। নিহত রিকশাচালকের পরিচয় পাওয়া যায়নি।