মেহেরপুরের দুটি শিক্ষাপ্রতিষ্ঠানে ডিজিটাল ল্যাবের উদ্বোধন

মেহেরপুরের দুটি শিক্ষাপ্রতিষ্ঠানে শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ও ভাষা প্রশিক্ষণ ল্যাবের উদ্বোধন হয়েছে।
আজ শনিবার বেলা ১১টায় সারা দেশে ২০০১টি শিক্ষাপ্রতিষ্ঠানে স্থাপিত এ ডিজিটাল ল্যাব ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ সময় মেহেরপুরের সদর উপজেলার আমঝুপি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ল্যাবের ফলক উন্মোচন করেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন। পরে সেখানে আলাচনা সভা অনুষ্ঠিত হয়।
আমঝুপি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরহাদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক পরিমল সিংহ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মান্নাফ কবির, জেলা শিক্ষা কর্মকর্তা শুভাস চন্দ্র গোলদার, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহীম শাহীন, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক কে এম আতাউল হাকিম, আমঝুপি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বোরহান উদ্দিন চুন্নু। বক্তব্য দেন ইউনিয়ন পরিষদের সদস্য আফজাল হোসেন, মতিয়ার রহমান।
একই সঙ্গে সদর উপলজেলার মমিনপুর মাধ্যমিক বিদ্যালয়ে শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ও ভাষা প্রশিক্ষণ ল্যাবের উদ্বোধন করা হয়েছে।