বঙ্গোসাগরে ভারতীয় ট্রলার ডুবে ১৭ জেলে নিখোঁজ

ছবি : এনটিভি
মোংলা বন্দরের হিরণ পয়েন্টের অদূরে বঙ্গোপসাগরের বঙ্গবন্ধুর চর এলাকায় শনিবার বিকেলে একটি ভারতীয় ট্রলার ডুবে ১৭ জেলে নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। জেলেদের উদ্ধারে ওই এলাকায় অভিযান শুরু করেছে নৌবাহিনী ও কোস্টগার্ড।
এরই মধ্যে নৌবাহিনীর জাহাজ সাংগু ও কোস্টগার্ডের দ্রুতগামী নৌযান আত্রাইসহ আরো দুটি স্পিডবোট নিয়ে সেখান অভিযান পরিচালনা করছেন নৌ ও কোস্টগার্ড সদস্যরা।
সন্ধ্যা ৬টার দিকে ট্রলারডুবি ও জেলে নিখোঁজের খবর পাওয়া মাত্রই কোস্টগার্ড ওই এলাকায় অভিযান শুরু করে বলে জানিয়েছেন কোস্টগার্ডের গোয়েন্দা শাখার কর্মকর্তারা। তবে রাত বেশি ও সাগর উত্তাল থাকায় উদ্ধারকাজ কিছুটা ব্যাহত হচ্ছে বলে জানিয়েছে মংলা কোস্টগার্ড।
কোস্টগার্ড পশ্চিম জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন কাজী মেহেদী মাসুদ বলেন, অভিযানের বিষয়ে রোববার সকালে বিস্তারিত জানানো হবে।